শরতের মেঘ মুক্ত আকাশে
    মৃদুমন্দ বাতাসে,
কাশফুল উড়ে উড়ে স্পর্শ করে
প্রকৃতির মমতায়, বাংলার কুঠিরে।
         শান্ত নদীতে ভেসে যায় তরি,
নববধূর ঘোমটা খোলা মুখ তার ওপরি।
গ্রামের বধূরগণ তীরে দাঁড়িয়ে,
কেউ বা কলসি কাঁখে গুটি গুটি পায়ে;
নামছে নদীতে কলসি দিয়ে জল ঠেলে,
          উলঙ্গ বালক ঝাঁপ দেয় জলে।
আঁচল জলে ভাসে, মিষ্টি গল্পে মাতে কুলবধূগণ;
প্রকৃতির রূপের দেশ যেন ছবির মতন।
তরি যায় তরি আসে
               নববধূ মিটিমিটি হাসে।
গ্রামবধূ যায়, সন্ধ্যা ঘনায়
সাদা সাদা মেঘ অপূর্ব আভায়।
গোধুলি আলোয় শরৎ হাসে,
প্রেমহীন জীবনে প্রেম আসে
              শান্তির কাননে,
অপূর্ব আভায় প্রেমের শোভা মনে।
                                                
    (২১আগষ্ট ২০০৯)