অসীম শূন্যতায় ভিজব দু’জন মোহছন্নতার অনুভবে,
বৃষ্টির ফোঁটায় নতুন অনুভূতির পরশে
ক্ষণিকের মোহ ছেড়ে, স্বপ্ন জীবনের আবেশে।
সৃষ্টি করব নতুন আর লুপ্ত জীবনের ভালোবাসা,
সহমর্মীতায় মমতাময়ীর মতো।
ভালোবাসার বৃষ্টি প্রেমিক মনে
বুকের একবিন্দু উষ্ণ অনুভূতি আনে।
মায়াবী বন্ধনে!
রক্তিম আলোর নয়ন পল্লবে।
ভোরের শিশিরে আবেগ আপ্লুত প্রেমিক মনে,
স্বপ্ন গুঞ্জন ভালোবাসার আত্মিক বন্ধনে।
অনুভূতির বৃষ্টি; নির্জনতার মোহছন্নতায়,
অপূর্ব সাজে মগ্ন দু’জন অসীম শূন্যতায়।