লাল নীল আলো চকচক করে
ঝাড়বাতি ঝুলানো রুমে।
মার্বেলের মসৃণতায় আলো করে ঝলমল
নিঃশব্দে চেয়ে আছে শতদল।
ঘুরে ঘুরে চোখ পড়ে তার উপর,
স্বপ্নের মাঝে লজ্জিত মুখে।
কি যেন বলল, থমকে দঁড়িয়ে!
লাল নীল আলোর মাঝে।
চেয়ে থাকে দু’চোখে বিশ্বাসের কাছাকাছি
তারপর ধীরে ধীরে বসে
নত জানু হয়ে প্রকৃতির কোলে।