সকল অন্ধকার চূর্ণ-বিচূর্ণ হোক
প্রকাশিত হোক অনন্ত আলোয়
জ্যোতিস্মান অবয়বে,
চিরকালের অনন্ত বৈভবে।
আলোকিত হোক ক্রমাগত
সকল প্রার্থনায়।
জ্যোতি বিকীর্ণ হোক দশদিকে
দিকচক্রবাল ভেদ করে অমোঘ উচ্চারণে।
মিলনের মহাসমাবেশে
মানবিক মূল্যবোধে।
সকল কালিমা দূর হোক
আলোর জ্যোতিতে:
সূর্যালোকের মতো জেগে ওঠো
অন্ধকার বিচূর্ণ করে মহামিলনের জ্যোতিতে!
মণিকুঠারে জেগে উঠুক আশার আলো।
শুভেচ্ছা বিনিময়ে ভরে উঠুক হৃদয়
অনন্ত আলোয়।
আমাদের মানবিক মূল্যবোধ
অনন্ত আলোয় আলোকিত হোক।
ব্যাক্তি স্বার্থ দূরে ঠেলে স্বদেশের স্বার্থ
আলোয় আলোকিত করো,
অনন্ত আলোয় বিকশিত করো
মুক্তচিন্তার মানবিক মূল্যবোধ।