(১)
সুখ-দুঃখের নির্যাস ঐ বেদনা ঘিরে,
পাপ-পূণ্যের সমাধান শেষ বিচারে।
(২)
মিলন বন্যায় ভেসে যায় চোখের তারায়,
স্মৃতির আয়নায় ভাসে তারই ভাবনায়।