কার অন্তরে কি আছে! কে জানে তা!
রক্ত মাংসে গড়া এ মানব দেহ
          বহুরূপি! বড়ই বিচিত্র তাহা।
অর্থের লোভে সে লালায়িত অতি
  দূর্বল সে তো সুন্দরি ললনার প্রতি।
অর্থের লোভ বড় বিচিত্র,
প্রেমের তরিতে আগুন দেয় অহরহ।
প্রেমের বাগানে আনাগোনা
অর্থের কাছে আসল চরিত্র যায় চেনা।
কী চমৎকার কেনাবেচা! ঘোরায় সারাবেলা!
হায়রে! প্রকৃতির খেলা, অন্তর নিয়ে খেলা।
কে বোঝে খেলা, অবুঝ মনের!
               সুন্দরি চলে হেলে দুলে।
তরুণেরা তার পিছে
         সদ্য ফোঁটা ফুল ঝরছে নীচে।
লোভ! হায়রে অর্থের লোভ!
     অন্তর সেতো বড়ই বিচিত্র
              এই কত শত সখ্যতা,
অর্থ নেই তো সবই ব্যর্থতায় ভরা!
জীর্ণতায় ভরা। ফেলে গেছে
                    ছুঠেছে অর্থের কাছে।
প্রেম ভালোবাসা জীর্ণতায় সারা।
   রূপ যৌবন প্রেম সবই বিচিত্র!
                     বিচিত্র অর্থের খেলা!
                    



(১৩ জুলাই ২০০৯)