সে যখন চিনল, আমি তখন অনেক দূরে;
নতুন ঠিকানায় ঘর বেঁধেছি
অচেনা স্মৃতির সাথে।
তোমাদের এই কোলাহলপূর্ণ
শহর ছেড়ে অনেক দূরে!
মনে হয় চলে আসি, কিন্তু পারি না।
কেননা! আমি যে অনেক দূরে।
ঠিকানা নাই বা দিলাম
যদি চিনতে, তাহলে আর কি!
আমি যে স্মৃতি নিয়ে নতুন ঠিকানায়,
স্মৃতি মুছে যাওয়ার আগে
অমানিশা ঢেকে যাওয়ার আগে
তুমি চিনেছো তবে!
আমি চলে গিয়েছি অনেক দূরে।
চিত্রকল্পে ছিল সব
কিন্তু উপলব্ধি যখন হলো
উৎকণ্ঠা আরো বাড়লো।
জীবনের শূন্যতা বুঝলে
অব্যক্ত কুঁড়ির ঘ্রাণের মতো
কিন্তু ততক্ষণে অনেক দূরে।
(২৭ জানুয়ারি ২০১২)