আমাদের সমাজ, আমাদের দেশ;
দুর্নীতির খপ্পরে পড়ে অর্থনীতি শেষ।
আমাদের বিজয়, আমাদের গৌরব ইাতহাস;
সামরিক শাসনই দেশ-জাতির বড় সর্বনাশ।
রাজনৈতিক ভীত শক্তই হলো আর্থনৈতিক মুক্তি,
সমাজ পরিবর্তনে দরকার জনতার দেশপ্রেম ভক্তি।
সরকারি বরাদ্দে তাই দেখ কত তারতম্য,
গ্রাম-শহরে কোথাও কি আছে ভারসাম্য!
আমাদের সমাজ অর্থৈনৈতিক সমাজ,
কাজের সন্ধানে শহরে ছুটছে আজ।
দিন দিন কমছে আবাদি জমি,
বাড়ছে ভূমিহীন কৃষক হারাচ্ছে বসতি ভূমি।
দারিদ্রসীমার নিচে তাদের আয়
বস্তির দিকে দেখো কোথায় পেয়েছে তারা ঠাঁই!
বড়লোক এলিটের সখ্যতা আপন দিকে,
অভাবি মানুষেরা তাদের সেবায় থাকে।
মিছিলে মিটিং-এ বলি কৃষকই জাতির শক্তি,
আমাদের অর্থনৈতিক মুক্তি।
ভূমিহীন কৃষক বর্গা নেয় চুক্তিতে,
অর্থকারি ফসল চাষ করে পরম ভক্তিতে।