মাঠ পেরিয়ে আমের বনে
         আমরা সবাই অপন মনে,
ঝড় ওঠলে ছুঁটব
          আম কুড়াতে জুটব।
সন্ধ্যা দুপুর নেই কোন মানা
           আম বাগানে মালির হানা,
কাল বৈশাখির ঔ ঝড়ে
    শীলা বৃষ্টি যতই পড়ুক ঝরে।
যতই মানা আসুক
সব পেরিয়ে আমরা যাব
            যতই বাঁধা আসুক।
                        
       (১৬জুন২০০৯)