আঁধার ডিঙ্গিয়ে এসেছে বাংলার বুকে নতুন সকাল
          স্বাধীনতার গান গাইতে গাইতে,
লাল-সবুজের পতাকা হাতে মিছিলে স্লোগানে।
        মর্মে রক্তিম কাঁটা স্মৃতিতে!
মেঠোপথে ছোটে জনতা বধ্যভূমিতে
             রক্তমাখা অশ্রুসিক্ত পতাকা হাতে।
দানবেরা আবার হুঙ্কার ছাড়ে -
তুমি আমি নির্বাক, যুদ্ধের বিভীষিকা ভয়ার্ত রূপে
আগামী প্রজন্ম জেগে ওঠো!
গাও স্বাধীনতার গান - “ আমার সোনার বাংলা - -”
হাতে হাত ধরে বলো  আমার বাংলাদেশ।
ঠিকানাহীন অন্ধকার থেকে জয় করেছে পতাকা।
আলোহীন জীবনে পেয়েছি নব জীবনের আলো,
পতাকা হাতে আমরা গাইব বাংলার জয়গান
                          আমার বাংলাদেশ।
দানবের ক্রুদ্ধ  হিংস্রতা আর হতাশা
আগামী প্রজন্ম জেগে ওঠো! দুর্জয় নব প্রত্যাশায়।
নিশান উড়িয়ে হৃদয়ে লেখ আমার বাংলাদেশ।
পরাজয় ভুলে, বিজয়ের গান গেয়ে -
                 বলো , আমার বাংলাদেশ।
বাংলার বেদীমূলে  -  প্রার্থনা আজি,
রক্তাক্ত বাংলার সূর্য সন্তানের মৃত্যুর আলিঙ্গনে।
নবীন প্রজন্ম এসো সোনার বাংলা গড়ি,
বিজয়ের গান গেয়ে সম্মুখে চলি
পতাকা হাতে বলি -  আমার বাংলাদেশ
                        আমি তোমায় ভালোবাসি।