আমাদের এ বিশ্বজগত বড় মায়াময়,
এ জগতে সবাই সবকিছু পেতে চায়!
মানুষ নিজেকে সব সময় বাঁচাতে চায়,
শত অপরাধ করেও নিরাপরাধ সাজায়!
তখনই বড় ভুল করে মিথ্যার আশ্রয় নেয়।
জগৎ হয়ে ওঠে মিথ্যাময়!
এ সংসারে, বিনা কষ্টে সবাই ধনী হতে চায়।
মিথ্যাকে ঢাকতে অসৎ আর দুর্নীতির আশ্রায়,
মিথ্যার গলাগলি সম্পর্ক দুর্নীতি, লোভে হয়।
দেশ-জাতির মধ্যে আজ মিথ্যা বলার পাপবোধ,
বিবেক জাগাতে থাকে না কারো নীতিবোধ।
যুক্তিতে কুপোকাত, মিথ্যা সত্যের রূপ নেয়;
অবিশ্বাস-বিশৃঙ্খলে নাবিশ্বাস ওঠে দেশময়।
অতিলোভে দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে মানুষ,
মিথ্যার লাভ সাময়িক, মানুষ হয় অমানুষ।
মিথ্যার টান বহুরূপী, সাময়িক আর ক্ষণস্থায়ী;
সত্য কথার ফল খারাপ লাগলেও দীর্ঘস্থায়ী।
মিথ্যা-গুজবের লাভ তাৎক্ষণিক,
শয়তানের ধোকায় মিথ্যায় ছুটছি সার্বক্ষণিক।
সত্য সরল রেখার মতো, সঠিক পথ দেখায়;
মিথ্যায় মানুষ অমানুষ হয়, বিবেক কেড়ে নেয়!
সৎপথে থাকা, সত্য বলা কঠিন, লাভ চিরস্থায়ী;
দুর্নীতি, কথায় মিথ্যাচার, এ জন্য সমাজই দায়ী।
মিথ্যাচারে মানুষ মনুষত্বে হারিয়ে পশুত্বে রূপনেয়;
সময় থাকতে বোঝে না, জীবনই তাদের মিথ্যাময়।
মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে বলছে অহরহ,
সত্যের চেয়ে মিথ্যার ব্যবহার আজ সমাজে সর্বত্র।
জেনে শুনে সত্য গোপন করা পাপ,
সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা মহাপাপ।
(১৩ আগস্ট ২০১৩)