বুদ্ধির সাথে সৌন্ধর্যের
রাজনীতির সাথে মেধা
শিল্পের সাথে সাহিত্যের
সম্পর্ক থাকলে মহানব্যক্তি হওয়া যায়।
বর্ণিল জীবনের আলোচ্ছ্বটা জীবনকে জাগায়,
জীবনের রূঢ়তা গ্রাস করে রূপ-রস সর্বদাই।
আলোর মেলা আলোকিত করে
মেধা মনন যেন তারই ঘরে।
স্বপ্নের সাথে বাস্তবের
ভাবনার সাথে কর্মের
ভালোবাসার সাথে বিশ্বাসের
কর্ম সম্পাদন করতে পারলে
মহানব্যক্তি হওয়া যায়।
বিরেককে জাগ্রত করলে
আত্মবিশ্বাসে এগিয়ে চললে
সময়ের মর্যাদা দিলে
মহানব্যক্তি হওয়া যায়।
কর্মে প্রেরণা জোগালে
শুভবুদ্ধি জাগ্রত করলে
মানবপ্রেমে ভক্তি শ্রদ্ধা থাকলে
মহানব্যক্তি হওয়া যায়
আলোর মেলা আলোকিত করে।
(রচনাকাল: ২২ ফেব্রুয়ারি ২০২০)