আলোক উজ্জ্বল পথের পথপ্রদর্শক
আমাদের একুশে ফেব্রুয়ারি,
বাঙালির জতিসত্তার প্রাণোচ্ছ¡াসে ভরা
সত্য গৌরবের একুশে ফেব্রুয়ারি।
নতুন প্রজন্মের মুক্ত চেতনা, অসীম অর্ন্তদৃষ্টি
আত্মঅহংকার গৌরবের একুশে ফেব্রুয়ারি,
ভাষা-সংস্কৃতি আর রাজনীতি সংগ্রামের মূর্তপ্রতীক
আমাদের মহান একুশে ফেব্রুয়ারি।
বিশ্ব ইতিহাসের এক নতুন জাতীয়তাবোধ
নব চেতনার অবিনশ্বর জাতিসত্তা!
শক্তি-সাহস ঐতিহ্যে নতুন আত্মপ্রত্যয়ে
সম্মুখে চলা নব-নবীনের একাত্ততা।
রক্তে রঞ্জিত রাজপথে, রক্ত নদীতে সাঁতার কাটা
দূর্গম গতিতে এগিয়ে চলার সাহস একুশে ফেব্রুয়ারি,
অন্ধকার থেকে উজ্জ্বল আলোকচ্ছ্বটায় জড়িয়ে রাখা
আমার মায়ের ভাষা একুশে ফেব্রুয়ারি।
বাংলা আমার সাত রাজার ধন মানিক রতন
মা জননীর বুলি একুশে ফেব্রুয়ারি,
নব চেতনায় অধিকার আদয়ে মুক্তির সংগ্রাম
প্রেরণা আমাদের একুশে ফেব্রুয়ারি।
জাতীয়তাবাদের অস্তিত্বে অনুভূতি জাগায়
মাতৃভক্তির চেতনা একুশে ফেব্রুয়ারি,
মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা মূল অনপ্রেরণা
সে তো আমাদের একুশে ফেব্রুয়ারি।
অনুভূতির আঁধারে দৃপ্ত চেতনায় আলোয় ভরা
আমাদের একুশে ফেব্রুয়ারি।
(১৭ মার্চ ২০১৮)