যা কিছু বলার সব বলেছি
এখন সবে ভোর,
অপেক্ষায় রেখো না শুদ্রে নেয়ার
সময় এসেছে তোর।
ভুল করেছ, ভুলের মাসুল দিয়েছ
ঘোর রজনী থেকে ভোর;
আপন ভেবে, আপন করো
খোল হৃদয় জমিন দোর।
সমকালের সমকথার সমব্যথা
যুগ যুগান্তরের মাঝে,
ফিরে এসেছি, ভুলেছি সব
চলো পাশাপাশি থাকি কাজে।
(২৯ নভেম্বর ২০১৩)