নিভে আসে আলো,
রাতের আঁধারে জ্বলে দীপ;
নিভু নিভু আলোর বাতাসে
জ্বলে জীবন প্রদীপ।
আলো-আঁধারের দিন সন্ধিক্ষণ
নিস্তব্ধতার মাঝে,
নীরব ছায়ার আলোহীন জীবনের
শেষ সন্ধ্যা সাঁঝে।
আর্তনাদ! নিভে গেছে
জীবন প্রদীপ, নির্জিব মুখ;
উৎসুখ জনতার আবেগঘন
দরদ ভরা কাঁদে বুক।
(২৬ এপ্রিল ২০১৩)