যাবে তুমি সাথে অলীক তেপান্তরে,
অসহ্য জীবনে ঝড় ওঠে তীব্র চিৎকারে।
অবচেতন মনে,একাকি সঙ্গোপনে।
কুয়াশা ঘেরা রাতের অন্ধকারে ;
সেই অজানা অচেনা অলীক জংশনে।
খণ্ড চাঁদের আলোয় একলা পথে ঘুরে ঘুরে
ধূসর বাতাসে উড়ে উড়ে।
হয়ত মেঘ পেরিয়ে দিগ্বলয়ের শেষ গন্তব্যে।
অলীক তেপান্তরে হয়ত যাবেনা তুমি সাথে
আমি যে একা, বড় একা! সবাই স্বার্থপর।
আশ্চার্য নীরবতা তীব্র কাঁন্না শেষে
শীতার্ত হাওয়ায় জমে যাবে হয়ত সময়ে!
সেই ক্ষণে, আমার সঙ্গে যাবে অজানায়!
স্মৃতি ভুলে চলছি অন্য পথে,
ধীরে ধীরে সৌরভ ছড়াবে নতুন জীবনে।
ব্যথা আর বেদনা ভুলে যাবে সবে
আপন চলার গতিতে
অসহ্য জীবনে ঝড় ওঠে! তীব্র যন্ত্রণায়।
যাবে সেই অলীক তেপান্তরে!
রৌদ্রময় আকাশে জমবে কালোমেঘ
অসহ্য বেদনা, তীব্র যন্ত্রণায় কাতর, আর্তনাদ!
কিছুদিন কিছুক্ষণ, তারপর ভুলে যাবে সবে!
সবাই যাবে ভুলে নিত্য কাজের ভীড়ে,
থাকবে সুখে রঙ্গিন স্বপ্নের নীড়ে।