ভোরের কোল জুড়ে নেমে এলো আষাঢ়,
     ঋতুচক্রের আকাশ ভরা মেঘে
            ফসলের দেশে
            সবুজের বেশে,
              শস্যক্ষেত্রে;
    জলবায়ু পরিবর্তনে উষ্ণতা বাড়ে
    স্তব্ধ ধরণীর ঘুম কুয়াশার ছায়ায়
আষাঢ় আসে নীলভ কোমল আকাশতলায়।
   ভোরের সদ্য ফোঁটা পাপড়ির উপরে
    বৃষ্টির গানে প্রেমিক মন গেয়ে ওঠে,
সারাক্ষণ অপেক্ষার জাল বোনে মানমন্দিরে।
       আকাশ ভরা মেঘের ভীড়ে
    পাখির গুঞ্জনে সদ্য ভেজা নীড়ে।
   আবছা আঁধার এসে বসে বাতায়নে
ঊষার আলো ঠেলে ভোরের কোল জুড়ে,
           শুভ্র মেঘের বেশে
             ফসলের দেশে
              মেঘে মেঘে।
    কদম পাতার নিচে পাখিরা ভেজে
    নিঃসঙ্গতায় কেঁদে ওঠে প্রেমিক হৃদয়।
    আষাঢ় এসেছে উত্তরি মেঘ বলে দেয়।




(০১ জুলাই ২০১০)