এই ধরণীর নিভৃত এক কোনে
অজোপাড়া গাঁয় বসবাস,
সেই মেঠোপথ আর সবুজ ঘাসে
নিরন্তর বেড়ে ওঠা।
সোনারোদ ঝরা গাছের ফাঁকে ফাঁকে,
মাটি আর বাতাসে মমতা মিশে থাকে
বাতাসে প্রেমের গন্ধ নির্জনে একাকী!
আকাশ-মাটি-জলে মিশে থাকি।
ভাটিয়ালি-রাখালি সুরে, বটের ছায়া
কাছে টানে,
ঋতু পর্বনে উৎসব চলে আধুনিক গানে!
আমার সেই অজোপাড়া গাঁয় আজ
সোনালী আলো জ্বলে রাতের আঁধারে।
নিভৃত গ্রামখানির মাঝে
পীচ ঢালা কালো পথে।
পথ চলতে শিখেছে সময়ের সাথে সাথে,
এই ধরণীর শরীরে মিশে আছে।
ছায়া ঘেরা শরীরের একাকীত্বে;
মাটির সাথে বিভেদ ভুলে
আজও আছি মাটির মমতায় মিশে।
অতিচেনা মেঠোপথে আর সবুজ ঘাসের
বুকে,ফুলের সাথে সন্ধি করি;
খেজুরগাছের ছায়ায়, ফলের গন্ধ ভুরিভুরি।