অজানা এক হাতছানির আহবানে জন্ম
যুদ্ধের ময়দানে রক্তজ দ্যুতি নিয়ে
সময়টা ছিল ভয়ার্ত
মা ও শিশুর জন্য!
নিয়তির আকাশ সর্বত্র তারাভরা,তবু সংশয়
হিংস্র জানোয়ার-শকুনের লালসায় চৌদিকে ভয়!
যেন সেই জলে কুমির ডাঙ্গায় বাঘ।
শ্রমিক মজুর কর্মচারীরা ছুটেছিল যুদ্ধের ময়দানে
মা-মাটি-মাতৃভূমিকে জীবন দিয়ে বাঁচাতে।
জীবন সংগ্রামে না খেয়ে মাঠে ময়দানে।
নিপীড়িত অনাহার ক্লিষ্ট দুঃখী মানুষেরা,
মহাসত্যের মহান মুক্তিযুদ্ধে
কেউ কি ভেবেছিল এত তাড়াতাড়ি শিশুরা গাইবে!
গোলকধাঁধা ছিন্ন করে, বিজয়ের গান।
রহস্যের দুয়ার ভেঙ্গে!
এসেছে মুক্ত অর্থনীতির বীজ নিয়ে।
সব মানুষের মুখে ভূবনমোহিনী হাসি নিয়ে,
উপনিবেশ শত্রুর ধরাশায়ী ক্রুশবিদ্ধ করে
এগিয়ে চলেছে পুঁজিবাদী, অর্থনীতির আড়ােলে।
( ১৩ ডিসেম্বর ২০১০)