ভুলে ভরা জীবন, সন্দেহের বেড়াজালে রহস্য অজানা!
বুঝেও বুঝতে পারি না; কি তাদের মনের বাসনা?
গুমরে মরে , ভাব ভঙ্গিতেই প্রকাশ;
সন্দেহের বেড়াজাল শুধুই মেঘাচ্ছন্ন আকাশ।
জমাট বাঁধা সন্দেহ অজানা রহস্য !
বেদনা বেড়েছে সংসারে !
অশ্রু ঝরে না তাই কেউ বোঝে না,
ধ্বংস করছে আমাকে; আমার ভাবনা।
ভুলে ভরা আমার এ জীবন
অজানা রহস্য।