নতুন আশা, সুদীপ্ত সকাল, রঙিন স্বপ্ন আলোকিত প্রভাত গড়তে আশাবাদী;
জাতি সংকটে কঠিন বাস্তবগুলো সমাধানে সবাইকে হতে হবে দেশদরদী।
সন্দেহ দূর করো, আস্থা বিশ্বাসে এক সাথে কাজ করো সবাই স্বতঃস্ফুর্ত,
তোমরা সরল সোজা, কিন্তু তোমাদের শত্রুরা সর্বদা শতগুনে ধূর্ত।
ওরা সময়ে অসময়ে করবে স্তুতি, চামচামি তার মধ্যে ছড়াবে বিভ্রান্তি,
আলোকিত বাংলাদেশ গড়তে যেন কোন পদক্ষেপেই না থাকে ভ্রান্তি।
আজ শোভন সংস্কৃতিবান ও মানবিক গুন সম্পন্ন মানুষের বড় প্রয়োজন,
তার চেয়ে আমাদের জাতীয় ঐক্য, মানবপ্রেম, দেশপ্রেম বেশী প্রয়োজন।
শাসন ভাষণ শোষণের চেয়ে বেশী হয় উন্নয়ন, আত্মবিশ্বাস জন্মায় বেশ ,
তখনই আমরা গড়তে পারব লাল-সবুজের আলোকিত বাংলাদেশ।
জেগে ওঠো সবাই, জাগো, সম্মুখে এগিয়ে চলার এখনই সময় সবার;
সামাজিক অর্থনৈতিক মুক্তি আন্দোলনে, আলোকিত বাংলাদেশ গড়ার।
আগামী দিনের বাংলাদেশ, আমাদের স্বপ্নের তরুণ প্রজেন্মের বাংলাদেশ,
দরিদ্র, বেকারত্ব আর দুর্নীতি রুখে আমরা গড়ব আলোকিত বাংলাদেশ।
এক হও নর-নারি , যাও বাংলার মিছিলে, ভুলে যাও সব হিংসা বিদ্বেষ,
ঔ দ্যাখো বিজয়ের সুর , এগিয়ে যাচ্ছে আলোর দিকে, এগুচ্ছে বাংলাদেশ।
         তোমার আমার হৃদয়ের লাল সবুজের বাংলাদেশ,
                                       আলোকিত বাংলাদেশ।



(১৭ জানুয়ারি ২০১০)