উদ্বিগ্ন ক্লান্তির মাঝে মোহাচ্ছন্ন নিরবধি,
স্বপ্ন আর দায়মুক্তির অতৃপ্ত বাসনা অদ্যাবধি;
কিয়ৎ শূন্যতায় ক্ষণিকের ধ্যানে পুষ্প কুমারী,
প্রেম সংঘাতে মুখোমুখি, রক্তশূন্যতায় মরি মরি।
সুনির্মিত অহংকারের অমরত্বে,
হৃৎপিণ্ডের ধুকধুকানি বেড়ে ওঠে মুর্ছিত রক্তিম মুহূর্তে;
কালবেলার ভালোবাসা যেন দীর্ঘ প্রেমের মরীচিকা,
গন্তব্যহীন পথের পথিক আমি অন্ধকারে একা!
বুকের নীলিমা জুড়ে ভাঁজে ভাঁজে মহামৌনতা,
অজস্র স্মৃতির মাঝে হঠাৎ ক্লান্তির মোহচ্ছন্নতা।
জীবন কর্ম অহংকারের অমরত্বে,
প্রেমহীন উদ্বিগ্ন অন্ধ জীবন ঘূর্ণিপাকের আবর্তে;
আকুল দৃষ্টি ঝংকারিত ছায়াঘন ক্লান্তির আলিঙ্গন,
কোথায যেন অস্থিরতা! হৃদয়ে জ্বলে নিলাঞ্জন।
ক্ষনে ক্ষণে কেঁপে ওঠে নিঃসঙ্গতার ক্লান্তিতে,
তৃষ্ণা জাগে! মনের আঁচলে বিষাদের ছায়া তারই ভ্রান্তিতে।