ওরে ঘরের বন্দি! অবিশ্রান্ত অহর্নিশ,
ভয়ে কেন রে তুই অবাক হচ্ছিস্ ।
ঐ শোন আকাশে বাতাসে ঘণ্টা ধবনি!
শুকতারা আকাশে জ্বলতে কি দেখিসনি!
ওরে হতভাগা! ঐ দেখ গন্তব্যে কাফেলা,
কেন রে তুই র’বি বন্দি অন্ধ একলা ?
পথ দেখে, চোখ খুলে, চল এগিয়ে,
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে।
ওরে মূর্খ! দেখিসনি কি ললাটের দৃশ্য!
তবুও কি থেকে যাবি মুর্খের শীর্ষ ?
নিস্তব্ধ সরু প্রান্তরে অস্তাচলে সূর্য,
অন্ধকার নেমে হারিয়ে যাবে সূর্য।
ওরে ওঠ্ ! কাফেলা এসেছে দেখ দ্বারে,
মরাদ্যানে আলোর ফোয়ারা তোর ঘরে।
বিশ্বস্রষ্টা তোর পানে আছে চেয়ে,
ঘুম থেকে উঠে দেখ! ওদিকে চেয়ে।
ওরে মূঢ়! এখনও থাকবি তুই বসে,
জীবন পেয়ালা নড়বড়ে অবশেষে।
দৃশ্য অপরূপ লাগে যারা জ্ঞানী,
সাথে নেও তাঁদের চলন্ত অনন্ত জীবনী।