বিক্ষোভ, হতাশা আর মানবতা
এক করে ফেলেছে আজ জনতা,
সভ্যতার আকাশে কালো মেঘের আনাগোনা
আঁধারে ঢেকেছে মুক্তির স্লোগান।
সুশীল সমাজ আজ ক্ষমতা লোভের স্বপ্নে বিভোর!
মুক্তচিন্তা আর বিবেকের স্বাধীনতা
ক্ষমতায় যাওয়ার চিন্তা।
জনতার কপালে জুটছে সভ্যতার অভিশাপ!
মুক্তচিন্তা স্বয়ংক্রিয়ভাবে রুদ্ধ
আবেগ মেশানো সর্বগ্রাসী ক্ষমতার চিন্তা,
আঁধারে ঢেকেছে তথাকথিত জাতীয় ঐক্যমত।
সভ্যতার সুশীল সমাজের চাপে,
অধঃপতিত জনগণ ধাপে ধাপে।
জবাবদিহিতা সে তো হাস্যকর মতামত
সেটাই গণতন্ত্রের মূলে আঘাত।
কর্ম নহে! মুখে মুখেই মুক্তচিন্তা আর জবাবদিহিতা,
সভ্যতার ললাটে কালো মেঘ, বুঝেছে আজ জনতা!
তবুও চলো সম্মুখে যাই এগিয়ে
মুক্তির আহবানে; জয় বাংলার স্লোগানে।