ভাই-বোনেরা সবাই মিলে আমরা কয়েকজন,
ছোট্ট বেলায় অভাবের মধ্যেও ছিল আনন্দ আয়োজন।
হাসি কাঁন্না আনন্দে ছিল না অভিযোগ কিছু,
ছিল না ভেদাভেদ ব্যবধান দূরত্ব অন্য নিচু।
সারাদিন স্কুল। বিকেলে খেলাধুলা,
সন্ধ্যায় পড়ার প্রতিযোগিতা।
হারিকেনের চারিপাশে গোল হয়ে বসা,
(তখন বিদ্যুৎ আসেনি গ্রামে)
রাত অবধি পড়ে তারপর ঘুম
খুব ভোরে উঠে আবার পড়ালেখা
খেয়ে স্কুলে , এমনি চলতো ছোটবেলা।
একে একে বোনদের বিয়ে হলো ,
আমাকেউ বিয়ে দিলো।
তারপর কোথায় কি যেন হলো!
সকলের চোখে আমি আর আমি নেই,
পল্টেগেছি । আমি না কি হারিয়েছি খেই।
বউ এর কথায় চলি ইত্যাদি ইত্যাদি,
সবাইকে যুক্তি দিয়ে বুঝিয়ে কোন ফল হয়নি।
বেড়েছে দূরত্ব ব্যবধান, সমাধান হয়নি!
ছোটবেলার সেই মায়া মমতার দিন আর নেই।
আমি পাল্টে গেছি, দোষ আমার।
আমি নাকি আগের মতো নেই।
জ্ঞানিরা বলে তুই ঠিক আছিস,
এটা সাময়িক, কিছু দিন পর সবাই ভুল বুঝবে।
আবার মিল মহব্বত হবে।