তোমার আগমণী গান
পাপ কান পেতে শুনেছি,
আর তোমার পথপানে চেয়ে
শিশির রাতে
সময়ের প্রহর গুনেছি।
সর্ষে ফুলে উড়ছে মৌমাছি
গোধুলি বিকেলে খেলছো কানামাছি,
বসে বসে মনে মনে
তোমার কথা ভাবছি।
তোমার স্মৃতি লেখা পড়ছি।
আজও আনমনে ফাগুনের গান শুনছি,
মেঘলা দুপুরে তোমার ছবি আঁকছি
আর মনে মনে চুপি চুপি ভাবছি।
তোমার গানের শিহরণ অনুভব করছি।
দূর জানালায় তাকিয়ে দেখছি,
উৎসব ভোরে নবান্নের ঘোরে কাঁদছি।
তোমার আগমণি গান কানপেতে শুনছি।
বর্ষায় ভেজা কদম ডালে
থোকা থোকা ফুল দেখছি,
যৌবন ভরা ফাগুনে
তোমার আগমণি গান শুনছি।
কল্পনায় অনমনে চিত্রপটে মর্মর ধ্বনি শুনছি,
আর তোমারই আগমণি গান শুনছি।
(২১ নভেম্বর ২০১৮)