বারোটি বছর কেটে গেলো
আজ তোমারি মুখ দেখে
তোমারি ছরি এঁকে এঁকে।
তবু বুঝলে না! তবু শুনলে না!
তোমারই ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ
যেন বসন্তের ছোঁয়া নব পল্লবে।
আপন নীড়ে ফেরে পাখি
অলি গুঞ্জনে মেতে ওঠে মধু আহরণে।
তোমারি আশায় বেঁধেছি ঘর
সবাই হয়েছে পর,
ভাঙ্গনের মুখে জেগেছে নতুন চর, সুখের ঘর,
আজ বারোটি বছর পর।
তোমায় দেখি কবিতা ও ছন্দে, সবুজ বসন্তে;
শিশির ভেজা সোনালী ধানের হেমন্তে।
কিংবা শরতের কাশফুলের নরম ছোঁয়ায়,
মায়াবি এ সংসারের নিত্য নব আনন্দে।
ছলনা চতুরতা অহংকার ছুঁড়ে ফেলে
জায়গা করে নেও এ দিলে,
রঙিন স্বপ্ন জাগিয়েছ তুমি নির্ভয় দিয়ে
মিথ্যার অনলে পুড়ে, সত্যের মুখে দাঁড়িয়ে।
আপন করেছ সংসার। অভিমান ভুলে,
যেমন ছিলে তেমনই আছে এ দিলে।
(৩০ অক্টোবর ২০১৬)