দু’চোখে ভরেছে জল,
বুকভরা গভীর স্নেহ অবিরল।
মায়া মমতার হাতছানি,
আঁধার ঘরে আলো আমার মা-মণি।
কাঁন্না বুকে নিবিড় সুখে ,
মানিক রতন আয়রে বুকে।
জল ছলছল অভিমানে,
দুঃখ ব্যথা থাকত মনে।
তবু, আশার কথা সদয় মুখে,
ভাবনা শুধু আমার দুঃখে।
(১২ জুলাই ২০১২)