অমন করো সেজো না বধু তারুণ্যের উচ্ছ্বাসে,
স্পন্দিত বুকে, শোণিত কাঁপনে;
রক্তিম সুখে পুরো মুখে চুম্বন এঁকে এঁকে
জড়িয়ে ধরো বুকে, প্রীতির অনল সুখে!
নীরবে নিভৃতে পরো না নীলকণ্ঠ মালা,
সেজে এসো নূপুর, প্রেম মণিহার মালা।
কাজল লাগাও চোখে ভালোবাসা ভরে,
অমন করে তাকাও না বধু তারুণ্যের উচ্ছ্বাসে!
সাজানো বাগানে আমি যে প্রদীপ্ত শপথে
পুলক স্পন্দনে জাগি নীরবে নিভৃতে।
হৃদয় নদীর শোণিত কাঁপনে!
ইশারায় ডেকো না মোরে ঘোমটা টেনে।
শরতের সাদা মেঘের লুকোচুরি বেশে,
ঊষার প্রভাতে এসো মনের কালিমা মুছে।