অদৃশ্য ছায়া
অদৃশ্য ছায়ার অন্তরালে
ভয়েভীতে চলি তারই পিছে পিছে,
লোভ - লালসা আর হিংসা ভুলে।
শিল্প কর্মের গৌরব গাঁথায়,
হৃদয়বৃত্তির অন্তরালে তারই সাথে হৃদয়হীনতায়।
আশা আর প্রত্যাশার প্রতিযোগিতায়
একই অদৃশ্য ছায়ায়।
সংগ্রাম-সাধনা আর উদ্দীপ্ত অহংকারে
অন্তরালে হৃদয় মৃত্যুর কায়া,
আলো-আঁধারের মাঝে অদৃশ্য ছায়া।
মানবতাবাদী মানবরূপী সংসারে
মানব সভ্যতার চিরন্তন সংগ্রাম করে।
পথ চলি অন্তরে অদৃশ্যছায়া নিয়ে,
অলৌকিক জগৎ সংসারে ভয়ে ভয়ে।
অদৃশ্য ছায়া ছুটে আসে আশার ছলে,
ক্রন্দনমুখর পরমাত্মার অন্তরালে।