স্বাধীনতা আজ দুর্নীতির বেহায়াপনায় অধঃপতিত,
অঙ্গীকারহীন মুক্ত অর্থনীতির।
ভোগবাদির অবাধবিচরণ সেই সাথে চাটুকারিতা!
বিকৃত রুচিতে বেড়েছে পরনির্ভরশীলতা।
পুঁজিবাদীর মুক্ত অর্থনীতি
শোষণে নষ্ট হচ্ছে সমাজ-জাতি।
নেশায় অসক্ত মধ্যবয়সী যুব সমাজ,
বহুপথগামী উঠতি বয়সের তরুণেরা আজ।
স্বাধীনতার বোধবুদ্ধি আছে কি? অবিচল ন্যায়ের পথে!
প্রভাবশালীর প্রভাবে নীতি থমকে দাঁড়ায় রথে।
যার যা খুশি দুর্নীতি, এ কোন স্বাধীনতা!
মুক্তির ইতিহাস, কোথায় সেই তারুণ্যের একতা?
মুক্তবাজার মানে লাগামহীন বৃদ্ধি;
অঙ্গীকারের নামে ভণ্ডামি।
স্বাধীনতার প্রশ্ন, মুক্তপুঁজিবাজারে কেমন আছো তুমি!
সালিশ বিচারে চলে দীর্ঘ সূত্রতা, শতাব্দীর অভিশাপ।
হত্যার পরে বিল পাশ করে, স্বাধীনতার এ কোন পাপ!
ফাঁসির কাষ্ঠে বিচারক তাই নগর জুড়ে কোলাহল,
স্বাধীনতার দোহায় দিয়ে এলিট শ্রেণিরা চোখ বুজে
পানশালায় চলে অবিচল।
দুর্নীতি করে টকশোকে দুর্নীতির কঠোর সমালোচনা,
দুর্নীতি আজ সর্বক্ষেত্রে সবারই তা জানা।
চাটুকারি ভোগবাদি স্বজনপ্রীতি বাদ দিয়ে,
জাতিকে স্বপ্ন দেখাও বাস্তব কাজে যুক্তি দিয়ে।
অঙ্গীকার করো উপরিমহল নীতি-নির্ধারকরাও
তরুণ সমাজ আর উঠতি বয়সের যুবকদের ঠেকাও!
কর্মের মাঝে আত্মজ্ঞানে মুক্তির পথ দেখাও।
কারিগরি সুশিক্ষায় তরুণ যুব সমাজকে জাগাও।
(০৭ নভেম্বর ২০১০)