সেই পুরোনো আঁধারের ঘোরে
প্রতিদিন বের হই একটু একটু করে,
জীবন জয়ের ভালোবাসায়;
প্রাচীন ইতিহাসের ছায়ায়।
রাতের আঁধারে বাড়ে দীর্ঘশ্বাস!
ভোরের কাব্য সোনালী ইতিহাস,
প্রতিদিন খোঁজে স্বপ্নমুখী ভোর;
ভোরের স্বপ্ন আলো খোলে দোর।
আকাশ কুসুমের মাঝে কায়া
প্রতিবেশীর নিত্য আনাগোনার ছায়া,
বাস্তবের কাছে অকৃত্রিম ডাকাডাকি
অন্তরের মাঝে সখি প্রণয় ফাঁকি।
স্বপ্ন ডুব দেয় অকৃত্রিম আঁধারে
জোনাকির আলো জ্বলে আঁধারে।
অন্তর কাব্যে ছোটে সরিষার ফুল,
আঁধারে ঢেকে যায় ফোঁটে না ফুল।
(১২ নভেম্বর ২০১১)