শিশির কণা দূর্বাঘাসে
    প্রভাত আলোয় উঠছে হেসে,
প্রজাপতির রঙিন ডানায়
          ফুলের পরে গুনগুনায়।

ঊষার আলোয় পাখির কলতান
       ফুলের সুবাস জুড়ায় প্রাণ,
আঁধার ঠেলে রবি আসে
          বিশ্ব জাগায় ওঠে হেসে।

দিবানিশির মিলন খেলা
            স্বর্গ সুখে আত্মভোলা,
হৃময় দোলায়
         পূর্ণিমার তারার মেলায়।

বৃষ্টিবাদল মেঘের দোলায়
        রঙধনুর ঐ রঙের মেলায়।
(রচনাকাল: ২২ ডিসেম্বর ২০১৯)