দূর আকাশে তারার সাথে
আমার ঠিকানা সারা বাংলা জুড়ে,
প্রভাত ফেরিতে বিজয়ের পতাকা
শ্রদ্ধা ভালোবাসায় ধরি আকড়ে।
আকাশ ছোঁয়া হৃদয় আমার
বিশ্ব কবিতায় স্বদেশী চিন্তা চেতনা,
জাগতিক প্রতিভা আমারই কবিতা,
কাব্য মাধুরীর অনুপ্রেরণা ।
সভ্যতার আকাশে বিজয়ী পাখির মতো
আমার বিচরণ কথাবলা,
চঞ্চল হরিণীর মতো ছুটেচলা,
দুরন্ত যুবকের মতো সাহসী পথচলা।
টেকনাফ থেকে তেতুলিয়া আর
সুন্দরবন থেকে সিলেটের চা-বাগান,
সারা বাংলায় ঘুরি আমি স্বদেশী চিন্তায়,
ভালোবাসা মোর আবহমান।
তুমি ঠিকানা খোঁজ তোমার আপন কুঠিরে,
আমি খুঁজি সারা বাংলায়।
প্রভাত ফেরির শহিদ মিনারে,
বিজয় মিছিল ঐ স্মৃতিসৌধের মমতায়।
(০১ জানুয়ারি ২০১৮)