বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র মুজিব তুমি দীপ্তমান,
তোমার দেশপ্রেম মুক্তির ইতিহাসে বিশ্বে অবহমান।
বাঙালির চেতনায় তুমি কিংবদন্তি মহানায়ক মহাবীর,
রনাঙ্গনের প্রতিচ্ছবি, তুমি শিখিয়েছ উঁচু রাখতে শীর।
সাম্যের জ্যোতি সারা বিশ্বের খ্যাতি, বাঙালির পরিচয়;
মুজিবকে ভালোবাসলেই কি আওয়ামী লীগ হয়ে যায়!
তোমার বজ্রদীপ্ত ভাষণে রক্তে জোয়ার এনেছিল সবার,
ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, পালিয়েছিল হানাদার।
তোমার গুনগান র’বে আবহমান, বিশ্বে চিরঅম্লান;
বিনম্র শ্রদ্ধা সালাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাঙালিকে দিয়েছ বাংলাদেশ মাতৃভাষার আঁচল পেতে,
স্বাধীন চিত্তে রূপালী ইলিশ তাইতো পেয়েছি খেতে।
তোমার জ্বালাময়ী ভাষণে রক্তে এনেছিল জোয়ার,
দীর্ঘদিনের লালিত স্বপ্ন, খুলেছিল মুক্তির দোয়ার।
নিপীড়িত জাতিকে উদ্দীপ্ত করেছিলে তর্জনী উচিয়ে,
তোমার হৃদয় জুড়ে বাংলাদেশ, পতাকা উড়ে নির্ভয়ে।
তোমার যাদুমাখা উচ্চারণে, সাহস যুগিয়েছিল মনে;
সেহরাওয়ার্দী উদ্যানের প্রস্ফুটিত ফুল সুবাসিত কাননে।
গগণতলে নির্ভয়ে মুখতোলে লাল-সবুজের পতাকা,
আলোকিত আকাশ জুড়ে বাংলায় তোমার ছবি আঁকা।
শুভেচ্ছা শুভক্ষণে তোমার স্বাধীনতা, তুমি যে বাংলাদেশ;
তোমার দীপ্তপ্রভা চির আবহমান, স্বাধীন বাংলাদেশ।
(রচনাকাল: ১৭ মার্চ ২০২০)