কাঁপা কাঁপা ঠোঁটে অবাক চাহনি চোখে,
জন সমুদ্রে নিজেকে লুকায়ে দেখে।
স্বপ্ন বোনে নির্জনে, মনের অজান্তে;
দিন শেষে রাত্রি যাপন ভয়াল অন্ধকারে।
রক্তমাংসের জীবন স্বাদে
অপূর্ব ঘ্রাণ দেহের সোঁদা গন্ধ
স্বপ্ন বোনে অন্তরে।
একলা জাগে অবাক চাহনি মেলে!
দুরুদুরু বুক অবসন্ন রাত
নিঃশব্দে মিশে যায় বোধিবৃক্ষে
ঊষা কিংবা গোধুলির সোনালী আভায়।
আবার ভীড় করে, জন সম্মুখে;
ফিরে আসে অবাক চাহনি মেলে!
অন্তর অনুভবে মায়াহরিণীর ছায়ায় ভোলে।
নিথর নীরব অনাঘ্রাত হাহাকার ঘরময়,
অবাক চাহনি মেলে হেঁটে চলে।
দূর আকাশের মায়ায়।
অবাক চাহনিতে তাকায়!
( ০৩ ডিসেম্বর ২০১০)