আমি জনতার ভীড়ে অপরিচিত একজন
জাতি পরিচয়ে হেঁটে চলি জন্মভূমিতে,
বর্তমান হয়ে আগামীর পথে।
জন্মেছি বাংলায়। পরিচয়ে আমি বাঙালি।
নামি-দামি মহারথিদের ভীড়ে অপরিচিত একজন,
শত্রুর সাথে করি বসবাস ।
শত্রুকে বন্ধু করি বারোমাস।
কি পরিচয়! সে এক বিরাট ইতিহাস।
সেই আদিযুগ, তারপর পললভূমির চর্যাপদ হয়ে
বিশ্বমানচিত্রে আত্মীয়তা বাংলায়, বাঙালীর সাথে।
জগৎ সংসারে কোটি কোটি জনতার ভীড়ে!
অপরিচিত আমি, পরিচিতদের ভীড়ে।
অতীত কথা বলে ইতিহাসের মাঝে,
চলেছি বর্তমান হয়ে আগামীর পথে।
রক্তে রজ্ঞিত রাজপথ। ভাষা থেকে স্বাধীনতায়,
বাঙালির ভাবনা আমার কবিতায়।
কি পরিচয় আমার! আমি লিখি
রূপে গুনে সোনার বাংলাকে দেখি।
আমি হেঁটে চলি সারা বাংলায়, জনতার বিশ্বাসে
জেগে থাকি জ্যোতি ছড়ানো দূর্বাঘাসে।
রাষ্ট্রীয় মিছিলে পতাকা হাতে প্রতিদিন,
হাসি ফোঁটাব মাতৃভূমির, শোধিব ঋণ।
মানবের মাঝে মানবতার পরিচয়ে
আমি চলেছি আদিবাসভূমে, আমার পরিচয়ে।
(০৭ জানুয়ারি ২০১০)