সৌরচেতনার চোখের ইশারায় ক্লান্ত পথিক
কাঞ্চনমালার মাস্তুলে ফেনিল মহাকাল!
শতবর্ষী বৃক্ষতলে গ্রাস করে কুলীন জোছনা,
মাতাল নদীর সাক্ষী ঐ জোয়ার।
কালো চুল ঝোলে জোছনার আভায়
আনমনা প্রজাপতির অহেতুক চাহনি।
তবু, আকাশ শুষে নেয় মেঠো রঙ
ঘোলাটে আকাশ আকড়ে ধরে মমতায়
কেড়ে নেয় প্রকৃতির ক্লান্তির অবছায়া।
(০৮ ফেব্রুয়ারি ২০১৭)