চৈত্র সংক্রান্তির রুদ্র খরতাপ শেষে
কালবৈশাখীর হিংস্র থাবা হানে,
রুক্ষ্ণ শুষ্কতার মাঝে প্রকৃতির বুকে
সজীবতা আনে।
উড়িয়ে দেয় জীর্ণ মলিন রিক্ততার অপশক্তি,
ধ্বংসের ওপর সৃস্টি করে নতুন বসতি।
জীর্ণ-শীর্ণ ঝরাপাতার মতো
পুরানো বছর শেষে,
সংকীর্ণতা ভুলে প্রকৃতির সাথে
প্রাণিকুল ওঠে দুলে উষ্ণ আবেশে।
শান্তি-সম্প্রীতি বয়ে আনুক নতুন বছরে
বসন্তের কচিপাতার মতো,
শুচি হোক ধরা, দূর হোক জ্বরা
বয়ে যাক শান্তির সুবাতাস ততো।
অঙ্কুরিত হোক মানবতা
বৈশাখী প্রভাতে কৃষক বীজ বুনুক,
স্বদেশ চেতনায় জাগরণে
ঐক্যের বন্ধনে শান্তির পূর্ণতা আনুক।
নতুনের কেতন উড়িয়ে যাও এগিয়ে,
পুরাতনকে রেখে আগামীর পথ দিয়ে।
হীনমন্য অপসংস্কৃতি রাখো তুলে,
বাঙালির বিজয় কেতন হাতে নাও তুলে।
(২৮ এপ্রিল ২০১৮)