স্বাধীনতা একটি জাতির আত্মপরিচয়
বিভেদ ভুলে কাজের মাঝে জয়।
নয়তো ভয়
স্বাধীন পরিচয়।
কাজের মাঝে ভয়
পাবেনা কোথাও ঠাই।
স্বাধীনতা একটি জাতির আত্মপরিচয়,
দাসত্ব থেকে মুক্ত চিন্তা চেতনায়।
জীবনের মায়া তুচ্ছ করে, দেশের ভাবনায়;
একটি জাতি একটি দেশ স্বাধীন পতাকায়।
পিছু টান সব ভুলে রয়
স্বাধীন পরিচয়।
ভাবনা একটাই
স্বাধীন পরিচয়।