ত্যাগ তাপস্য পূণ্য যৌবন তব ধন্য
  অসীম সংসারে যৌবন শৌর্যে বীর্যে শীর্ষে,
মহান মনীষিদের জীবন অন্তরে করো সাধন
                 সদা জাগ্রত থাকো মহাবিশ্বে।
তুমি নবীন আলোর ঝলকে জাগাও দিন
                  সুপ্ত প্রতিভাকে করো উন্মুক্ত,
জীবন জাগাও মানবতা বাঁচাও
     জাগিয়ে তোল তোমার প্রতিভা যে ঘুমন্ত।
প্রভাত আলো হাসিতে জগত জুড়ালো
       আলোকিত হতে যৌবন জীবনের আলো,
যৌবনের অনাবিল হাসি কখনো হয় না বাসি
              কর্ম প্রতিভা ছড়ায় জীবনের আলো।