তুচ্ছ তৃণলতা করো না ঘৃণা
          তারই মাঝে পেতে পারো রতন,
যৌবন জীবনের ভূষণ তাকে করো শাসন
            নতুবা ঠেকাতে পাবে না পতন।
স্বপ্নের সুবর্ণরেখা জীবনবোধের দেখা
            মধুর পল্লবে মানবতা প্রসারিত,
অবিনাশী আলো সৌরভ ছড়ালো
            দূরন্ত অশান্ত যৌবন কল্লোলিত।