দিবারাতের স্বপ্নবেদনা কোমল স্পর্শের স্বন্তনা
                   তবু চারিদিকে বিষাদের ছায়া,
চারুকলা নৃত্যকলায় চলে নিত্যখেলা
               অস্থির চোখে শুধু মায়াময় কায়া।
হারানো পথ যক্ষপুরিতে রথ
                      ফিরে আসে অপ্সরা উবর্শী,
ঘনকেশ উড়ে মধুর জোছনা জুড়ে
                  বিরহ প্রতীক্ষার যন্ত্রণা বহুদর্শী।
অনাবিল হাসি যৌবন যে উদাসী
                  ভোরের আলোয় জীবন প্রবাহ,
সর্বাধিক উচ্চারিত উক্তি বাড়ে প্রেমভক্তি
                    যৌবনে মুক্তা করো সংগ্রহ।