অনাবিল হাসি আলো রাশি রাশি
যৌবনের খেলাঘরে,
দৃষ্টির প্রভা অগ্নি লাভা
আলোর ঝলক জীবনের পরে।
জীবন যুদ্ধের ভেলা যৌবনের খেলা
কোলাহল সারাবেলা,
ইচ্ছে ডানা উড়তে উড়তে হানা
জীবন তো নয় হেলাফেলা।
জল বিদ্যুতের রেখা অনাবিল হাসিতে সখা
ভালোবাসা ফিরে পাওয়া,
পোয়াতি ইলিশ জোড়া প্রণয় শিহরণে মোড়া
মিলন বিচ্ছেদের হাওয়া।