একটি উৎসব আনন্দের সম্পর্ক,
নির্মল আনন্দ ভিন্ন চিত্রে
সবাই মিলে চলি একত্রে।
নাগরিক উৎসব
উপাদান উপমেয় উদযাপন
জন্মলাভ ও বিকাশ প্রমিত উচ্চারণ,
মধ্যবিত্ত ও বুদ্ধিবৃত্তিক কাঠামোর মুক্তি।
গ্রামীন উৎসব
সার্বজনীন রূপ আনন্দ অনুভূতি
গ্রামীন সমাজে রূপের আনন্দ।
নবান্ন থেকে বৈশাখী উৎসব
হিজরি থেকে নিউ ইয়ার ফেষ্টিভাল
সবাই উৎসবে চলি
আত্মকহল ভুলে রূপের আনন্দে
একটি উৎসবে।
(রচনাকাল: ১৩ এপ্রিল ২০১৯)