নয়টি মাস যুদ্ধ করে স্বাধীন করেছি দেশ,
তাই তো আমরা স্বাধীন দেশে বাস করছি বেশ।
বিজয় এলো আমরা পেলাম স্বাধীন একটি দেশ,
লাল-সবুজের নিশান ওড়ে, লাগে দারুণ বেশ।
লক্ষপ্রাণ বিলিয়ে দিয়ে বিজয় এলো ডিসেম্বরে,
প্রতীক্ষার বিজয় বাংলাদেশের ঘরে বাঙালিরা করে।
বিভীষিকাময় আর্তনাদ থাকব না তোমাদের দাস,
রক্তে ভিজে ছিল নয় মাস চারিদিকে লাশ আর লাশ।
শরনার্থীদের দীর্ঘ পথ হাঁটার কষ্ট আর দেশের মমতা,
জীবনের দাম দিয়ে কেনা সার্বভৌম স্বাধীনতা।
স্বপ্ন দেখেছিল এদেশ মুক্ত মনে করবে কাজ বেশ,
ন্যায় নীতিতে থাকবে, শোষণ নীপিড়ন হবে শেষ।
মুক্তির আদর্শে স্লোগারে ভরবে সারাদেশ, বাংলাদেশ;
মিথ্যা গুজব অপপ্রচারে ওরা দেশকে না করে শেষ।
(রচনাকাল: ২০ ডিসেম্বর ২০১৯)