আমার যে দিন মরণ হবে,
তুমি এসে দেখে যেও-
তুমি এসে দেখে যেও ৷
কবরে শোয়ানোর আগে,
আমায় দেখে দু-ফোঁটা-
অশ্রু ফেলে যেও ৷
তুমি এসে দেখে যেও,
তুমি এসে দেখে যেও ৷

যদি তুমি আমার জন্য,
একটু খানি কাঁদো ৷
আমার মরা সুখের হবে,
তুমি জেনে রাখো ৷
তোমার জন্য কেঁদে-কেঁদে,
মরে যাবো ব্যাথা পেয়ে ৷
মরার কালে আমায় দেখে,
চোখের পানি ফেলো ৷
তুমি এসে দেখে যেও,
তুমি এসে দেখে যেও ৷

যদি তুমি আসো আমার,
মরণের ও কালে ৷
হয়তো আমি সেই বেলাতে,
পারবো না তাকাতে ৷
নিঃশ্বাষ আমার চলবে তখন,
প্রতি ধমে-ধমে ৷
গন্ধ দিয়ে বুঝে নিবো,
তুমি আছো আমার আজও ৷
তুমি এসে দেখে যেও,
তুমি এসে দেখে যেও ৷
   -------------
বই : তুমি যদি চাও
প্রকাশকাল  ২০০৯ ইং
একুশে বই মেলা
ঢাকা,বাংলাদেশ ৷