কান্নাটা একান্তই আমার আর হাসিটা সবার
পৃথিবীর সবার জন্য আমার এই স্নিগ্ধ হাসি বিলিয়ে দিলাম,নিয়ে নিলাম যত দুঃখ কষ্ট সব আমার করে l
হাসিতে নাকি যাদু আছে কিন্তু কেউ হাসি দেখে মুগ্ধ পানে চেয়ে থাকেনা !
বলেনা একবারও ভালোবাসি তোমায়,
ধরেনা হাত দু-খানি হাজার জনম পাশে থাকতে l
তারপরও হাসি,হাসবো
এই নিষ্ঠুর পৃথিবীকে জানিয়ে দিবো !
শত দুঃখ কষ্টের মাঝে আমি হাসতে পারি হেসে যাবো l
চেষ্টা করবো আসেপাশে প্রিয়জনদের হাসাতে,
তাদের মুখের হাসি দেখে না হয় স্বর্গে যাবো l
হাসিতে স্বর্গীয় সুখ আছে,
আছে এক পৃথিবী স্বপ্ন l
কিছু হাসি দুঃখকে আড়াল করে বাঁচতে শিখায়,
আবার কিছু কিছু হাসি দৃষ্টি কটু লাগে !
মনে হয় অবহেলার বিশাল গ্লানি ভর করে,
আমার উপর সমর্পিত হয়েছে এক বুক কষ্ট !
তথাপি হাসতে নেই মানা হেসে যাবো আমরণ,
স্নিগ হাসি রেখে যাবো তোমাদের আঁখিপাতে l
যে দিন আমি থাকবোনা তোমাদের মাঝে,
আমার হাসি মাখা স্মৃতিরা কড়া নাড়বে-
তোমাদের মনের ঘরের দরজাতে l
রচনাকাল ৩০/০৯/২০১৯ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————--------------------