দক্ষিণের জানালায় বসে-বসে ভাবছি,
শুধু তোমার কথা ৷
নয়ন জলে ভাসছে বুক খানি,
যেন শ্রাবণের বারিধারা ৷

স্মৃতি কথা জোনাকি পোকা,
চোখের সম্মুখে ভেসে উঠে মায়াবী আভা  ৷
বৃষ্টির ন্যায় ক্ষনিকের আসা যাওয়া !

তোমার মুখাবয়ব সমজ্জল উপস্থিতি,
কাঁদায় আমায় ভেবে তোমার আত্মকথা ৷
আপ্রাণ চেষ্টা করেও-
তোমার অভাব মিটাতে পারিনি !
পেয়েছি শত ব্যাথা ৷

বই: তুমি যদি চাও
প্রকাশকাল ২০০৯ ইং
একুশে বই মেলা,ঢাকা,বাংলাদেশ ৷
----------------------------------