যতই দূরে থাকিনা কেন
আমার শেষ ঠিকানা তোমার বুকে হে প্রিয় স্বদেশ
তোমাতে আমি প্রাণ ফিরে পাই
তোমার বুকে লুটিয়ে পড়ে জ্ঞান হারাতে চাই
শেষ নিঃশ্বাস বাংলার মাটিতে হোক তোমাদের সুধাই
আমার সমাধি সেথায় হবে যেথায় জন্মেছি
মায়ের পাশে সমাহিত হতে সপ্ন বুনেছি
নছিহত করছি তোমাদের হে প্রতিবেশী
মা-মাটি থেকে দূরে রেখো না
আমি যে আমার মাকে বড্ডো ভালবাসি
যা চেয়েছি তার কিছুটা হলেও পেয়েছি
শেষ ইচ্ছেটা যেন পূর্ণ হয় আমি বলে যাই
তোমার বুকে লুটিয়ে পড়ে জ্ঞান হারাতে চাই
শেষ নিঃশ্বাস বাংলার মাটিতে হোক তোমাদের সুধাই
জীবিকার তাগিদে অবস্থান করছি,
জন্মভূমি থেকে অনেক দূরে
জানি না কোথায়,কখন,কি ভাবে আমার মরণ হবে
যেথায় হোক আমার মরণ
হে দেশ তুমি আমার মৃত দেহ করিও বরণ
পৌঁছে দিও লাশের কফিন
আমার বাবা ভাইয়ের কাছে
আর বলে দিও যেন কবরস্থ করে
আমার মায়ের পাশে
শেষ বেলাতে হলেও মাতৃভূমির ছোঁয়া পেতে চাই
তোমার বুকে লুটিয়ে পড়ে জ্ঞান হারাতে চাই
শেষ নিঃশ্বাস বাংলার মাটিতে হোক তোমাদের সুধাই
রচনাকাল ২৩ নবেম্বর ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
—————————————————————